শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় রাশিয়া

পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চান এরদোগান

তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় রাশিয়া

দুই দেশের মধ্যে অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য হয় প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলারের। আগামী চার বছরের মধ্যে তা ১০০ বিলিয়নে নেওয়ার কথা। বলা হচ্ছে রাশিয়া ও তুরস্কের মধ্যে সম্পর্কের কথা। কিন্তু গত মঙ্গলবার সিরিয়া সীমান্তে রুশ জঙ্গিবিমান ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে ব্যাপক টানাপড়েন শুরু হয়েছে। তুরস্কের ওপর ব্যাপক পরিসরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এ নিষেধাজ্ঞার আওতায় যৌথ বিনিয়োগ প্রকল্প বন্ধ করে দেওয়া হতে পারে। আগামী দুই দিনের মধ্যে নিষেধাজ্ঞার খসড়া তৈরি হয়ে যাবে- এমনটিই আশা করছেন বলে জানান তিনি। এ ছাড়া তুরস্কের সিরিয়া সীমান্তে মিসাইল ক্রুজার মোতায়েনের পর এবার রাশিয়া তাদের বিভিন্ন অঞ্চলে তুর্কি কারখানাগুলোতে অভিযান চালানো শুরু করেছে। কিছু কিছু জায়গায় কারখানার কার্যক্রমও স্থগিত করা হচ্ছে। এ ছাড়া, রাশিয়ায় নতুন করে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো তুর্কি পর্যটক বা পণ্যবাহী ট্রাক। যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় শুধু রুশ সরকার নয় দেশটির সাধারণ মানুষও ক্ষুব্ধ। তারা ইতিমধ্যে মস্কোয় তুর্কি দূতাবাসে হামলা চালিয়েছে।

এ অবস্থায় সম্পর্কোন্নয়ন চেয়ে তুরস্কের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান পর‌্যায়ের বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল মস্কোয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, ওই প্রস্তাব ইতিমধ্যে রুশ প্রেসিডেন্টের কার‌্যালয়ে পৌঁছেছে। আগামী সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে চান প্রেসিডেন্ট এরদোগান। বিবিসি।

সর্বশেষ খবর