শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আইএসের বিরুদ্ধে অভিযান নিয়ে ফ্রান্সের নতুন বক্তব্য

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, প্যারিসে সন্ত্রাসী হামলার পেছনে আছে যে ধর্মান্ধ সশস্ত্র বাহিনী, তাদের যে কোনো মূল্যে ধ্বংস করা হবে। দুই সপ্তাহ আগে ওই হামলায় নিহতদের স্মরণে গতকাল প্যারিসে এক অনুষ্ঠানে তিনি একথা বলেছেন।

এদিকে ফ্রান্স প্রথমবারের মতো বলেছে, সিরিয়া থেকে ইসলামিক স্টেটকে নির্মূল করার এই অভিযানে দরকার হলে তারা সিরিয়ার সরকারি বাহিনীর সাহায্য নিতেও প্রস্তুত। প্রেসিডেন্ট ওলাঁদ মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক বৈঠক শেষে দেশে ফেরার পর তার পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিও এ কথা জানিয়েছেন। ফ্যাবিও বলেছেন, শুধু বিমান আক্রমণ চালিয়ে ইসলামিক স্টেটকে ধ্বংস করা সম্ভব হবে না। এর জন্য স্থলসেনাদের প্রয়োজন এবং ফ্রান্স সেখানে কোনো স্থলসেনা পাঠাবে না। বিবিসি।

সর্বশেষ খবর