শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
অ ন্য খ ব র

‘সিগারেট না রোগ কিনতে চান?’

‘সিগারেট না রোগ কিনতে চান?’

‘সিগারেট কিনতে চান না রোগ কিনতে চান’ দক্ষিণ কোরিয়ায় ধূমপান বন্ধে সরকারের নতুন এক প্রচারণা ভিডিও নিয়ে প্রতিবাদের ঝড় তুলেছেন ধূমপায়ীরা। কোরিয়া টাইমসকে উদ্ধৃত করে বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশ করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে লোকে সিগারেটের দোকানে গিয়ে কোনো বিশেষ ব্র্যান্ডের সিগারেটের বদলে কিনতে চাইছে বিশেষ  কোনো রোগ। ‘আমাকে একটু ফুসফুসের ক্যান্সার দেবেন?’ হাত বাড়িয়ে দোকানদারের কাছ থেকে সিগারেটের প্যাকেটটা নেওয়ার আগে ক্রেতার প্রশ্ন ছিল এমনটাই। ‘ধূমপান একটি অসুখ’ সরকারের এই ধূমপান বিরোধী প্রচারণার অংশ হিসেবে ১৬ নভেম্বর থেকে দেখানো হচ্ছে ৪৪ সেকেন্ডের এই ভিডিওটি। বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর