সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিরিয়া যুদ্ধে না জড়ানোর দাবিতে ব্রিটেনে বিক্ষোভ

আ স ম মাসুম, যুক্তরাজ্য থেকে

সিরিয়া যুদ্ধে না জড়ানোর দাবিতে ব্রিটেনে বিক্ষোভ

লন্ডনে প্লাকার্ড হাতে বিক্ষোভকারীরা -এএফপি

সিরিয়া যুদ্ধে ব্রিটেনকে না জড়ানোর আহ্বান জানিয়ে লন্ডনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি ভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে প্রায় চার হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। ‘স্টপ দ্য ওয়ার কোয়ালিশন’এর ব্যানারে হলেও লেবার দলীয় শ্যাডো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মিনিস্টার ডায়ান অ্যাবোট এমপি, একটর মার্ক রায়ল্যান্স, মিউজিশিয়ান ব্রায়ান এনোর মতো দামি সেলিব্রেটিরাও এতে অংশ নেন। এদিকে ডেভিড ক্যামেরন গত সপ্তাহে পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে এমপিদের সিরিয়া যুদ্ধের ব্যাপারে ভোট চেয়েছেন। তিনি ইঙ্গিতও দিয়েছেন, আইএস ধ্বংসে ব্রিটেন সিরিয়ায় আইএস ঘাঁটিতে বিমান আক্রমণ শুরু করবে শিগগিরই। এরই মধ্যে লেবার দলীয় নেতা জেরেমি করবিন যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, ডেভিড ক্যামেরন বিমান আক্রমণের ব্যাপারে ব্রিটেনের জনগণকে কনভিন্স করতে ব্যর্থ হয়েছেন। ব্রিটিশ পার্লামেন্টে আগামী সপ্তাহেই সিরিয়ায় বিমান হামলার ব্যাপারে ভোটাভুটি হতে পারে। ডাউনিং স্ট্রিট সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। শনিবারের এই বিক্ষোভ লন্ডন ছাড়াও সোয়ানসি, মানচেস্টার, মিল্টঙ্কিন্স, কভেন্ট্রি, নরইউচেও ছোট ছোট ভাগে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ চলাকালে অনেকের ব্যানারে ‘ডোন্ট বম্ব সিরিয়া’ লেখা ছিল।

সর্বশেষ খবর