সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
অন্য খবর

ডায়াবেটিস রুখবে চকোলেট

ডায়াবেটিস রুখবে চকোলেট

রোগের মধ্যে একটু বেশিই ভয়াবহ ডায়াবেটিস টাইপ টু। এই রোগ কারও শরীরে দানা বাঁধলে চকোলেট অথবা মিষ্টিকে বিদায় জানাতে হয় চিরতরে। তবে গবেষকরা বলছেন ডায়াবেটিস হলেও এবার সানন্দে ফিরিয়ে আনা যাবে চকোলেটকে। গবেষকরা জানাচ্ছেন ডায়াবেটিস এবং ডায়াবেটিসের কারণে হওয়া লক্ষণের ওষুধ হতে পারে চকোলেটের মধ্যে থাকা কোকো। এই তালিকায় গ্রিন টিকেও রেখেছেন তারা। ডায়াবেটিসের কারণে চোখের রেটিনা নষ্ট হওয়ার প্রবণতা বেশি। এই লক্ষণকে বলা হয় ডায়াবেটিস রেটিনোপ্যাথি। এর থেকে পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটে। ব্রাজিলের স্টেট ইউনিভার্সিটি অব ক্যাম্পেনসের গবেষকরা বলছেন কোকো ও গ্রিনটি পোডোসাইটস কোষ নষ্ট হয়ে যাওয়া রুখতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর