মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

উত্তাল ভারতের সংসদ

কলকাতা প্রতিনিধি

উত্তাল ভারতের সংসদ

ইঙ্গিত আগেই ছিল, কার্যক্ষেত্রে হলোও তাই। অসহিষ্ণুতা ইস্যুতে উত্তাল হয়ে উঠল ভারতের সংসদ। কংগ্রেসের সঙ্গে বামেরাও কোমর বেঁধে নেমে একেবারে কোণঠাসা করে দিল ক্ষমতাসীন বিজেপিকে। গতকাল নয়াদিল্লিতে লোকসভার অধিবেশন শুরুর কিছু পরেই সিপিআইএম সাংসদ মহম্মদ সেলিমের এক মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় সংসদ কক্ষ। একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উদ্ধৃত করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে উদ্দেশ করে মহম্মদ সেলিম বলেন ‘নরেন্দ্র মোদির জয়ের পর রাজনাথ সিং বলেছিলেন ৮০০ বছরে এই প্রথম কোনো হিন্দু শাসক ক্ষমতায় এলেন...’। সেলিমের সেই দাবিকে খারিজ করে রাজনাথ সিং বলেন ‘গোটা রাজনৈতিক জীবনে আমি ওই ধরনের কোনো কথা বলিনি। এটা খুবই গুরুতর অভিযোগ। আমি মনে করি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই ধরনের মন্তব্য করে থাকেন তবে তার পদে থাকার কোনো অধিকার নেই’। কিন্তু পাল্টা সেলিমের দাবি রাজনাথ সিং যদি ওই কথা না বলে থাকেন তাহলে ওই পত্রিকাকে আইনি নোটিস পাঠান। আমি দীর্ঘ ২৫ বছর সংসদে কাটিয়েছি। কাউকে ব্যক্তিগত আক্রমণ করা আমার লক্ষ্য নয়। সেলিমের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ও ওই পত্রিকা অফিসের বিরুদ্ধে আইনি নোটিস পাঠানোর দাবি জানান। রাজনাথ সিং বলেন, ‘আমি কোন সময় ওই ধনের কথা বলেছি, সেটা সেলিম সাহেব আমাকে জানান। না হলে ওই ধরনের মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর