বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পুতিনকে এরদোগানের চ্যালেঞ্জ

পুতিনকে এরদোগানের চ্যালেঞ্জ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান। আইএসের কাছ থেকে তুরস্কের তেল বাণিজ্য রয়েছে এবং এ কারণেই রুশ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে পুতিনের অভিযোগের পরপরই তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু সম্মেলনের ফাঁকে তুর্কি সংবাদ সংস্থা আনাতোলিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন। বিমান ভূপাতিত করার ঘটনাকে ‘বিরাট ভুল’ বলে অভিহিত করেছেন পুতিন। তিনি বলেন, তুরস্কে তেলের সরবরাহ রক্ষা করার ইচ্ছা থেকে যে বিমানটিকে হামলার জন্য বাছাই করা হয়েছিল, এটা ভাবার যথেষ্ট কারণ রয়েছে। পুতিনের দাবি, আইএসের তেল তুরস্কে যাচ্ছে বলে রাশিয়ার কাছে যথেষ্ট তথ্য আছে। পুতিনের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রাশিয়াকে অভিযোগ প্রমাণ করতে বলেছেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, কেউ কোনো অভিযোগ করলে, তাকে তা প্রমাণ করা উচিত। তুর্কি প্রেসিডেন্ট বলেন, যদি রুশ প্রেসিডেন্টের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমি পদত্যাগ করব। তিনি বলেন, আমি পুতিনকে বলছি, অভিযোগ প্রমাণ করতে না পারলে আপনি কি পদত্যাগ করবেন? আমি আমারটা পরিষ্কারভাবে বলে দিলাম। এএফপি।

সর্বশেষ খবর