বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘তাজমহল হিন্দুমন্দির নয়’

তাজমহল একটি হিন্দু মন্দির এবং এ বক্তব্যের সমর্থনে যথেষ্ট প্রমাণাদি হাতে রয়েছে দাবি করেছিলেন ভারতের একদল আইনজীবী। তাদের সেই বক্তব্যকে খণ্ডন করে দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী মহেশ শর্মা বলেছেন, এমন কোনো প্রমাণ তারা খুঁজে পাননি। গত বছর কয়েকজন আইনজীবী আদালতে দায়ের করা এক পিটিশনে দাবি করেন, তাজমহল আসলে হিন্দু দেবতা শিবের জন্য নির্মিত এক মন্দির। সেজন্য আদালতের কাছে তাজমহলকে হিন্দুদের কাছে হস্তান্তরেরও আহ্বান জানিয়েছিলেন তারা। সতের শতকে মুঘল সম্রাট শাহজাহান নিজের তৃতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে এই সমাধিসৌধ নির্মাণ করেন। বিবিসি।

সর্বশেষ খবর