শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বন্যায় বিপর্যস্ত তামিলনাড়ু

আকাশপথে ঘুরে দেখলেন মোদি, এক হাজার কোটি রুপি সাহায্য ঘোষণা

কলকাতা প্রতিনিধি

বন্যায় বিপর্যস্ত তামিলনাড়ু

বন্যাকবলিত চেন্নাইয়ের অনেক মানুষকে গতকাল বিভিন্ন ফ্লাইওভারে আশ্রয় নিতে দেখা যায় —এএফপি

বন্যাকবলিত ত্রাণ ও পুনর্বাসনের জন্য তামিলনাড়ু রাজ্য সরকারকে ১০০০ কোটি রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দিল ভারত কেন্দ্রীয় সরকার। গতকাল আকাশপথে তামিলনাড়ুর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গে এক বৈঠকের পরই এই আর্থিক সাহায্যের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে মোদি জানান, ‘তামিলনাড়ুর মানুষদের প্রয়োজনে সবসময় তাদের পাশে থাকবে ভারত সরকার। খুব শিগগির এই অর্থ রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে’। এর আগে বিকালে দিল্লি থেকে চেন্নাইয়ের আরাক্কোনাম নৌবন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে রাজ্যপাল কে রোশাইয়া এবং মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গে সাক্ষাত্ করেন প্রধানমন্ত্রী। মোদির পাশাপাশি এদিন আলাদা করে দুর্গত এলাকা পরিদর্শন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে. জয়ললিতাও। এদিকে গত চার দিনের একটানা বর্ষণে বিপর্যস্ত গোটা তামিলনাড়ু রাজ্য। এখনো পর্যন্ত প্রাণহানি ঘটেছে ২৬৯  জনের। বাসা ছাড়া কয়েক লাখ মানুষ। কৃষি থেকে শিল্প, বাণিজ্য সবকিছুতেই বিপুল ক্ষতির মুখে দক্ষিণের এই রাজ্যটি। বন্যার জেরে চেন্নাইয়ের একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা বন্ধ। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি- বেসরকারি অফিস। যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্থ হয়ে পড়েছে। রানওয়েতে পানি জমে যাওয়ায় আগামী রবিবার পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। সড়ক ও রেল যোগাযোগও বিপর্যস্ত। রেললাইন ডুবে যাওয়ায় একাধিক ট্রেন বন্ধ রাখা হয়েছে এবং কিছু ট্রেনের গথিপথকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল এবং সেনাবাহিনী একযোগে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। পরিসংখ্যান বলছে গত ১০০ বছরে একটানা এমন বৃষ্টি দেখেনি তামিলনাড়ু। আগামী চার দিনও এভাবেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।  এই অবস্থায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অত্যধিক বেড়ে গিয়েছে। আকাল দেখা দিয়েছে পানির। ২০ রুপির এক লিটার পানির বোতলের দাম বেড়ে হয়েছে ১৫০ রুপি। আধা লিটার দুধ বিক্রি হচ্ছে ৫০ রুপিতে। দাম বেড়েছে সবজিরও। এক কিলো টমেটোর দাম কোথাও ৮০, কোথাও ৯০ রুপি। বন্যাদুর্গত মানুষের কাছে ঠিকমতো ত্রাণ পৌঁছচ্ছে না বলেও বিস্তর অভিযোগ উঠেছে। আর পৌঁছলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

 প্রধান বিচারপতি টি এস ঠাকুর

ভারতের ৪৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সুপ্রিমকোর্টের সিনিয়র বিচারপতি তিরথ সিং ঠাকুর (৬৩)। গতকাল রাষ্ট্রপতি ভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুন জেটলি, আইনমন্ত্রী সদানন্দ দেবগৌড়া, শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি, বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানিসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে এবং সাবেক বিচারপতিরাসহ বিশিষ্ট ব্যক্তিরা। পরে রাষ্ট্রপতি ভবন থেকে এক প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে ‘বিচারপতি টি এস ঠাকুরকে ভারতের সুপ্রিকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন’। এর আগে বুধবারই প্রধান বিচারপতির পদ  থেকে অবসর নেন এইচ এল দাত্তু। তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন বিচারপতি ঠাকুর। আগামী ২০১৭ সালের ৩ জানুয়ারি পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন ঠাকুর।

সর্বশেষ খবর