শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আইএস’র পৃষ্ঠপোষক রাশিয়া : এরদোগান

এবার রাশিয়ার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তার দাবি, রাশিয়াই ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে অবৈধ তেল বাণিজ্যে জড়িত। এ বিষয়ে আঙ্কারার কাছে তথ্য আছে। প্যারিসে জলবায়ু সম্মেলনে অংশ নিতে ফ্রান্স সফররত এরদোগান গতকাল সংবাদমাধ্যমকে বলেন, ‘তুরস্কের কাছে তথ্য-প্রমাণ আছে। রাশিয়াই আইএসের সঙ্গে অবৈধ তেল বাণিজ্যে জড়িত।’ গত ৩০ নভেম্বর এরদোগানের বিরুদ্ধে প্রথম অভিযোগের তীর ছোড়েন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আইএসের সঙ্গে তুরস্কের তেল সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত করতেই আমাদের প্লেন ভূপাতিত করা হয়েছে। বিষয়টি নিয়ে ভাবার যথেষ্ট কারণ রয়েছে। তুরস্কে আইএসের তেল প্রবেশ করছে বলে রাশিয়ার কাছে তথ্য রয়েছে।’ এ অভিযোগ অস্বীকার করে ১ ডিসেম্বর এরদোগান রুশ প্রেসিডেন্টকে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি প্যারিসে জলবায়ু সম্মেলনের ফাঁকে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি খুব শক্ত কিছু কথা বলতে চাই। যদি রুশ প্রেসিডেন্টের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমি পদত্যাগ করব। আমি পুতিনকে বলছি, অভিযোগ প্রমাণ করতে না পারলে আপনি কী পদত্যাগ করবেন? আমি আমারটা পরিষ্কারভাবে বলে দিলাম।’ এদিকে তুরস্কের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এএফপি।

সর্বশেষ খবর