শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘বাজপেয়ির কাছ থেকে আর্ট অব পলিটিক্স শেখা উচিত মোদির’

কলকাতা প্রতিনিধি

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির কাছ থেকে ‘আর্ট অব পলিটিক্স’ (রাজনীতির শিল্প) শেখা উচিত বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এমনটাই মনে করেন ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং)-এর সাবেক প্রধান অমরজিত্ সিং দৌলত।  বুধবার হায়দরাবাদে নিজের লেখা ‘কাশ্মীর, দ্য বাজপেয়ি ইয়ারস’ বইয়ের ওপর আলোচনামূলক অনুষ্ঠানের ফাঁকে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে (টাইমস অব ইন্ডিয়া)-তে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন ‘ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর জম্মু-কাশ্মীর ইস্যুটি সবচেয়ে ভালো বুঝতেন অটল বিহারি বাজপেয়ি। কিন্তু কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনা বন্ধ রাখা নিয়ে মোদির সিদ্ধান্ত একেবারেই ভুল। দৌলত জানান ‘বাজপেয়ি একদিকে যেমন একজন নেতা ছিলেন তেমনি ছিলেন একজন রাজনীতিবিদ। মোদির উচিত তার কাছ থেকে রাজনীতি শেখা।

সর্বশেষ খবর