শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

গণতন্ত্র কারও খুশি মতো চলতে পারে না : মোদি

কলকাতা প্রতিনিধি

গণতন্ত্র কারও খুশি মতো চলতে পারে না : মোদি

গণতন্ত্র কারও খেয়ালখুশি মতো চলতে পারে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ন্যাশনাল হেরাল্ড’ পত্রিকা মামলা ইস্যুতে বিরোধীদের হট্টগোলের পর অনেকটা ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ঘটনা খুবই দুঃখজনক। আমার যা ইচ্ছা তাই করব, আমার যা মনে আসবে তাই করব- এভাবে দেশ চলতে পারে না।’ গতকাল নয়াদিল্লির জাগরণ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘গণতন্ত্রকে শুধু নির্বাচন ও সরকারের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না। সাধারণ মানুষের যোগদানেই গণতন্ত্র মজবুত হয়ে ওঠে। আর এখানেই সবচেয়ে বড় বিপদ হলো মনতন্ত্র এবং ধনতন্ত্র (অর্থবল)। তিনি বলেন, ‘সংসদের অচলাবস্থার কারণে শুধু যে পণ্য ও পরিসেবা কর (জিএসটি) বিল আটকে পড়েছে তাই নয়, গরিব মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর