রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এবার মুসলমানদের পাশে গুগলের সিইও

এবার মুসলমানদের পাশে গুগলের সিইও

সার্চ ইঞ্জিন গুগলের সিইও সুন্দর পিচাই যুক্তরাষ্ট্রের মুসলমান ও সংখ্যালঘুদের প্রতি তার দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। মুসলমানদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিক দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে যখন সমালোচনা চলছে, তখন তিনি তার এ অবস্থানের কথা জানালেন। এর আগে মুসলমানদের পাশে থাকার কথা বলেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও আমাজন প্রধান জেফ বেজোস। এনডিটিভি সূত্রে গতকাল খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নাম উলে­খ না করে একটি ব্লগ পোস্টে সুন্দর পিচাই এমন মন্তব্য করেছেন। ভারতীয় বংশোদ্ভূত এই গুগল প্রধান লিখেছেন, ‘এ ধরনের অসহিষ্ণুতা হতাশাজনক। আমাদের অবশ্যই যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের মুসলমান ও সংখ্যালঘুদের সমর্থন করা উচিত। মুক্তমন, সহিষ্ণুতা ও নতুন মার্কিনিদের গ্রহণ করার মানসিকতা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি।’ এএফপি।

সর্বশেষ খবর