মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভারত-পাকিস্তান সংলাপে শান্তির সূচনা হবে : সুষমা

কলকাতা প্রতিনিধি

ভারত-পাকিস্তান সংলাপে শান্তির সূচনা হবে : সুষমা

পাকিস্তানের সঙ্গে আবার সংলাপ শুরুর মধ্য দিয়ে এ অঞ্চলে শান্তি ও উন্নয়নের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সম্প্রতি পাকিস্তান সফর নিয়ে গতকাল রাজ্যসভায় বিবৃতি দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এদিন অধিবেশনের শুরুতেই রাজ্যসভায় তুুমুল হট্টগোল শুরু করে কংগ্রেসসহ বিরোধী রাজনৈতিক দলগুলো। পাকিস্তান সফর নিয়ে স্বরাজকে বিবৃতি দেওয়ার দাবি জানাতে থাকে তারা। এক সময় বিরোধীদের প্রবল হট্টগোলের মধ্যে রাজ্যসভায় তার পাকিস্তান সফর নিয়ে বিবৃতি পেশ করেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দীর্ঘ সময় ধরে সংলাপ বন্ধ থাকার কারণে এ অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে নতুন করে দুই দেশের এ দ্বিপক্ষীয় সংলাপের মধ্য দিয়ে শান্তি ও উন্নয়নের সূচনা হবে’। তিনি আরও বলেন, ‘সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যেই সম্প্রতি প্যারিসে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একে অপরের সঙ্গে আলোচনা করেন। এর পরেই আমার ইসলামাবাদ সফর। দুই দিনের এ সফরে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে বৈঠক করেন সুষমা স্বরাজ। ওই বৈঠকে সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করার পাশাপাশি সন্ত্রাস দমনে দুই দেশ পারস্পরিক সহায়তা করার ব্যাপারেও সহমত পোষণ করে। সুষমা স্বরাজ জানান, ‘২৬/১১ মুম্বাই হামলার ঘটনায় পাকিস্তান দ্রুত তদন্ত শেষ করবে বলে ভারতকে আশ্বাস দিয়েছে।

সর্বশেষ খবর