শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
অ ন্য খ ব র

আট বছরে পুলিশ কমিশনার

বয়স সবে ৮। স্বপ্ন পুলিশ কমিশনার হওয়ার। তার ইচ্ছাও পূরণ হয়েছে তবে তা একদিনের জন্য। এই পুলিশ কমিশনারের নাম মদিপল্লি রূপ অরৌওনা। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদে। রূপ থ্যালাসেমিয়ায় (ব্লাড ক্যান্সার) আক্রান্ত। মৃত্যুর সঙ্গে সর্বদা লড়ছে। বেশির ভাগ সময়টাই বিছানায় শুয়ে কাটাতে হয়। ২০-২৫ দিন অন্তর ব্লাড ট্রান্সফিউশন করাতে হয় তাকে। তারপরেও তার ইচ্ছা বড় হয়ে সে পুলিশ কমিশনার হবে। একরত্তি এই ছেলেটার ইচ্ছার কথা জেনে আর স্থির থাকতে পারেননি হায়দ্রাবাদ পুলিশের কর্তারাও। তখনই ঠিক হয় তাকে এই পদে বসানো হবে। হলোও তাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর