বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অরুণ জেটলির পদত্যাগ দাবিতে উত্তাল নয়াদিল্লি

কলকাতা প্রতিনিধি

দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী নয়াদিল্লি। গতকাল সকাল থেকে দফায় দফায় আম আদমি পার্টির (আপ) সমর্থকরা দিল্লির বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখাতে থাকে। একসময় দিল্লির রাজপথ থেকে সেই বিক্ষোভ গিয়ে পৌঁছায় দিল্লিতে অরুণ জেটলির কৃষ্ণ মেনন মার্গের সরকারি বাসভবনের সামনে। প্রথমে বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ ব্যারিকেড তৈরি করে কিন্তু সেই ব্যারিকেড ভেঙেই জেটলির বাসার সামনে এগোতে থাকলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। একসময় বিক্ষোভকারীদের হটাতে জলকামান ছুড়ে পুলিশ। এদিনের বিক্ষোভের নেতৃত্বদানকারী আপের বিধায়ক জগদীপ সিং জানিয়েছেন এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল। নিজের পদ থেকে অরুণ জেটিলির ইস্তফা দেওয়া উচিত। প্রসঙ্গত, ১৩ বছর ধরে ডিডিসিএ দায়িত্বে থাকা জেটলির নামে কয়েকদিন আগেই আর্থিক কেলেঙ্কারির বিস্ফোরক অভিযোগ এনেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছিলেন ডিডিসিএ সম্পর্কিত ফাইল লোপাট করতেই নাকি সিবিআইকে কাজে লাগিয়ে তার দফতরে অভিযান চালানো হয়েছিল। কেজরিওয়ালের সেই অভিযোগের পরই গত ২০ ডিসেম্বর কেজরিওয়াল এবং আপের আরও ৫ নেতার বিরুদ্ধে ১০ কোটি রুপির মানহানির মামলা করেন অরুণ জেটলি।

সর্বশেষ খবর