শনিবার, ২ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জার্মানিতে আবার হিটলারের বই

নাস নেতা এডলফ হিটলারের ইহুদিবিরোধী ম্যানিফেস্টো ‘মাইন কাম্পফ’ ৭০ বছর পর আবার জার্মানির বাজারে কিনতে পাওয়া যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে এ বইয়ের পুনর্মুদ্রণ নিষিদ্ধ ছিল। তবে নতুন যে সংস্করণটি বাজারে পাওয়া যাবে সেটিতে মূল পাঠের সঙ্গে সঙ্গে সমালোচনামূলক টীকা-ভাষ্য যুক্ত থাকবে - যার উদ্দেশ্য হলো, বইটি যে বাজেভাবে লেখা এবং এর বক্তব্য যে অসংলগ্ন - তা তুলে ধরা। অনেকে মনে করেন ‘মাইন কাম্পফ’ যার আক্ষরিক অর্থ ‘আমার সংগ্রাম’ - একটি ‘শক্তিশালী’ গ্রন্থ এবং এর বক্তব্য পাঠককে ‘মোহিত’ করে ফেলে। বিবিসি।

সর্বশেষ খবর