বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আইএসের নতুন ‘জন’ বাঙালি ছেলে সিদ্ধার্থ!

আইএসের নতুন ‘জন’ বাঙালি ছেলে সিদ্ধার্থ!

চারদিকে মরুভূমি। এর মাঝে পাঁচজন মানুষ হাঁটু গেড়ে বসে আছেন। তারা সবাই ব্রিটিশ নাগরিক। আইএসের অভিযোগ এরা ‘চর’। এরমধ্যেই এক মুখোশ পরিহিত মানুষ একের পর এক গুলি করে তাদের হত্যা করে। আইএসের সাম্প্রতিক এই ভিডিওতে তোলপাড় শুরু হয়েছে দুনিয়া জুড়ে। তবে তার থেকেও বেশি তোলপাড় ওই হত্যাকারীদের মধ্যে থাকা এক আইএস জঙ্গিকে নিয়ে। প্রাথমিকভাবে ব্রিটিশ গোয়েন্দাদের ধারণা, ওই জল্লাদের নাম ‘সিদ্ধার্থ ধর’।  আইএস ‘জল্লাদ’ জনের মৃত্যুর পর তার ভূমিকায় এই সিদ্ধার্থ। ওই যুবকের পারিবারিক শিকড় ভারতের পশ্চিমবঙ্গ-বিহার অঞ্চলে। কিন্তু বড় হয়েছেন ব্রিটেনে। গতকাল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিদ্ধার্থের বাবা কাশ্মীরি পণ্ডিত বংশের। তার মা সবিতা ধর বাঙালি। বেশ কিছু দিন ধরেই ব্রিটিশ গোয়েন্দাদের নজরে ছিল সিদ্ধার্থ। পরে জিহাদি হিসেবে ২০১৪ সালে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেফতার করে। পরে যদিও জামিন পায় সে। আর তার পরেই সিরিয়া চলে যায় সিদ্ধার্থ। আইএসের সাম্প্রতিক ভিডিওটি ব্রিটিশ গোয়েন্দাদের হাতে আসার পর থেকে তারা সেটি খুঁটিয়ে দেখা শুরু করেন। ভিডিওতে খাঁটি ব্রিটিশ উচ্চারণে কথা বলা জঙ্গির কথাবার্তা বেশ কয়েকবার পরীক্ষা করে দেখা হয়। পুরনো তথ্যের সঙ্গে মিলিয়ে প্রাথমিকভাবে তাদের ধারণা হয়, ওই কণ্ঠস্বর সিদ্ধার্থের। সিদ্ধার্থের বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করেছেন গোয়েন্দারা। তার বোন কণিকা ধর নিশ্চিত করেছেন ভিডিওতে যে কণ্ঠ সেটি তার দাদার। জানা গেছে, বছর দশেক আগে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছেন সিদ্ধার্থ। তার বর্তমান নাম আবু রুমায়শা। বিবিসি।

সর্বশেষ খবর