রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

এবার জঙ্গি হামলা বুরকিনা ফাসোয়, নিহত ২০

শতাধিক জিম্মি উদ্ধার

থেমে থেকে বিশ্ব জুড়ে চলছে জঙ্গীদের ভয়াবহ হামলা। দুদিন আগে আইএস জঙ্গীদের তাণ্ডবে স্থব্ধ হয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। একই দিন কেপে উঠে তুরস্কের ইস্তাম্বুল। এরই ধারাবাহিকতায় কেপে ওঠে  পশ্চিম আফ্রিকার  দেশ বুরকিনা ফাসো। সেখানকার একটি হোটেলে ‘জঙ্গিদের’ হামলার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। রাতভর চালানো উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযান চলাকালে নিহত হয়েছে তিন হামলাকারী। উদ্ধার করা হয়েছে ১২৬ জন জিম্মিকে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেশটির রাজধানীর ওউয়াগাদোউগু হোটেলে এ হামলা হয়। আহত হয়েছেন অন্তত ১৫ জন। রাজধানীর চার তারা হোটেল ও পাশের ক্যাপুচিনোয় হামলা চালায় আল-কায়েদা। জাতিসংঘের কর্মী ও বিদেশিদের কাছে জনপ্রিয় ওই হোটেলে বিস্ফোরণের পর প্রায় তিন ঘণ্টা ধরে চলে গুলির লড়াই।  বন্দুকধারীরা প্রথমে হোটেলের বাইরে দুটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এরপর তিন-চারজন হামলাকারী হোটেলের ভেতরে ঢুকে গুলি চালায় ও অনেককে জিম্মি করে। ওউয়াগাদোউগু ইউনিভার্সিটি হাসপাতালের পরিচালক রবার্ট সানগারে জানিয়েছেন, ‘আমরা অন্তত ১৫ জন আহতকে পেয়েছি। এদের কারও কারও গায়ে ?গুলির চিহ্ন আছে। কেউ কেউ আবার জঙ্গিদের হাত থেকে বাঁচতে লাফিয়ে পড়েছিলেন।” সানগারে জানান, আহতদের মধ্যে একজন ইউরোপীয় নারী আছেন। যিনি জানিয়েছেন, হামলাকারীরা ‘সাদা চামড়া’র লোকদের ‘টার্গেট’ করছে। জঙ্গি তত্পরতা নজরদারি গ্রুপ সাইট জানিয়েছে, আল কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব হামলার দায় স্বীকার করেছে। এরা জঙ্গি নেতা মুখতার বেল-মুখতারের অনুসারী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোটেলটিতে অবস্থানকারী নাগরিকদের বাঁচাতে দেশটির ফরাসি দূতাবাসও তাত্ক্ষনিকভাবে তত্পরতা শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেশ কয়েকজন মুখোশ পরা বন্দুকধারী সে্প্লনডিড নামের ওই হোটেলে আচমকা হামলা চালায়। এর আগে হামলাকারীরা হোটেলের বাইরে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। বুরকিনা ফাসোতে নিয়োজিত ফ্রান্সের রাষ্ট্রদূত জিল চিবোঁ বলেন, স্থানীয় সময় আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত সেখানে কারফিউ জারি করা হয়েছে। গত নভেম্বর মাসে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এক অভিজাত হোটেলে বিদেশিসহ ১৭০ জনকে জিম্মি করে বন্দুকধারীরা। নয় ঘণ্টা পর এ জিম্মিদশার অবসান ঘটে। এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়। এএফপি, বিবিসি

সর্বশেষ খবর