মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সিরিয়ায় আইএস হত্যাযজ্ঞ নিহত ৩০০, অপহূত ৪০০

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এল-জৌরে হত্যাযজ্ঞ চালিয়েছে আইএস জঙ্গিরা। তারা এলাকার সেনাবাহিনীকে কোণঠাসা করে শহরের দখল নিয়ে অন্তত ৩০০ নাগরিককে হত্যা করেছে। একই সঙ্গে অপহরণ করেছে আরও কমপক্ষে ৪০০ মানুষকে। দেইর এল-জৌর প্রদেশের বালিঘিয়া শহরের দখল নিতে শনিবার থেকেই ইসলামিক স্টেট (আইএস) হামলা চালাতে শুরু করে। সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম সানা জানায়, নিহতদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। নিহতদের মধ্যে ১১০ জন সেনা রয়েছেন। নিহত অন্যরা সাধারণ মানুষ। যাদের মধ্যে মহিলা ও শিশুদের সংখ্যাই বেশি। বালিঘিয়া দখলে নেওয়ার পর সেখানে আইএসের পতাকাও উড়িয়েছে। মূলত ন্যাটো বাহিনী এবং রাশিয়ার আইএস বিরোধী অভিযানকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে বেলাগামে তাদের শক্তি দেখাল আইএস! আন্তর্জাতিক পর্যাবেক্ষণ সংস্থাগুলো জানায়, শনিবার এলাকাটি দখলের পর প্রথমে চলে আত্মঘাতী বিস্ফোরণ। তারপর শুরু হয় হত্যাযজ্ঞ। এ ছাড়া জীবিত অন্তত ৪০০ জন সাধারণ নাগরিককে অপহরণ করে তাদের ঘাঁটিতে নিয়ে গেছে জঙ্গিরা। সিরীয় সরকারের ঘনিষ্ঠ লেবাননের একটি চ্যানেলে সম্প্রচারিত খবর অনুসারে, এই গোটা ঘটনাটি ঘটেছে বালিঘিয়া শহর এবং তার আশপাশের এলাকায়। নিহতদের বেশির ভাগেরই শিরশ্ছেদ করেছে জঙ্গিরা। অনেকের দেহগুলো ভাসিয়ে দেওয়া হয়েছে ইউফ্রেটিস নদীতে। জানা গেছে জঙ্গিরা বালিঘিয়া শহরের প্রায় ৬০ শতাংশ ভূখণ্ড তাদের দখলে নিয়েছে। এএফপি, বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর