শুক্রবার, ২২ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আলেক্সান্ডারকে হত্যার নির্দেশ ছিল পুতিনের!

আলেক্সান্ডারকে হত্যার নির্দেশ ছিল পুতিনের!

সাবেক রুশ গোয়েন্দা আলেক্সান্ডার লিতভিনেনকোকে ‘সম্ভবত’ হত্যার নির্দেশ দিয়েছিলেন তার দেশের  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল এক তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় এ তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের একটি বিচারক প্যানেল। ২০০৬ সালের নভেম্বর মাসে ৪৩ বছর বয়সে লন্ডনে মৃত্যুবরণ করেন আলেক্সান্ডার লিতভিনেনকো। তেজস্ক্রিয় পুলোনিয়াম-২১০ বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। ধারণা করা হয়, চায়ের মাধ্যমে তাকে এ বিষ প্রয়োগ করা হয়। আলেক্সান্ডার লিতভিনেনকো রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) হয়ে কাজ করতেন। সাবেক সোভিয়েত ইউনিয়নের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা  কেজিবির উত্তরসূরি এই এফএসবি। বিবিসি।

সর্বশেষ খবর