বুধবার, ২৭ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ভারত উদ্যাপন করল ৬৭তম প্রজাতন্ত্র দিবস

দীপক দেবনাথ, কলকাতা

ভারত উদ্যাপন করল ৬৭তম প্রজাতন্ত্র দিবস

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সঙ্গে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী —এএফপি

উত্সাহ-উদ্দীপনার সঙ্গেই ভারতজুড়ে উদ্যাপিত হলো দেশটির ৬৭তম প্রজাতন্ত্র দিবস। রাজধানী নয়াদিল্লির বিজয়চকে সেনাবাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী, বিজেপি সভাপতি অমিত শাহ, দলের সিনিয়র নেতা লালকৃষ্ণ আদভানি, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদসহ দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতা এবং বিদেশের অতিথিরাও। প্রজাতন্ত্র দিবসের আকর্ষণের কেন্দ্র ছিল সেনাবাহিনীর কুচকাওয়াজ। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ৮ কিলোমিটার দীর্ঘ রাজপথের দুই ধারই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। 

সর্বশেষ খবর