রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জার্মানিতে অভিবাসী হোস্টেলে গ্রেনেড নিক্ষেপ

জার্মানিতে অভিবাসন প্রত্যাশীদের একটি  হোস্টেলে অজ্ঞাত হামলাকারী তাজা গ্রেনেড ছুড়ে পালিয়ে গেছে। কর্মকর্তাদের বরাতে বিবিসি বলছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটেছে। ভিলিগেন- শোনিগেন শহরের একটি ভবনের কাছে গ্রেনেডটি পাওয়া যায়। এই ভবনে ১৭০ জন অভিবাসী রয়েছেন। গ্রেনেডটির পিন খোলা থাকলেও এটি কোনো কারণে বিস্ফোরিত হয়নি। দেশটির বিচারমন্ত্রী হেইকো মাস বলেন, এ হচ্ছে ‘ঘৃণা ও সহিংসতার’ নয়া পর্যায়।

 

সর্বশেষ খবর