শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
জাতিসংঘের রিপোর্ট

খুশি অ্যাসাঞ্জ, ব্রিটেন বলছে হাস্যকর

খুশি অ্যাসাঞ্জ, ব্রিটেন বলছে হাস্যকর

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ব্রিটেন এবং সুইডেন কার্যত বেআইনিভাবে বন্দী করে রেখেছে বলে জাতিসংঘের এক প্যানেল অভিযোগ করেছে গত পরশু। তবে সেই মূল্যায়নকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী। যৌন হয়রানির অভিযোগ করে তার ওপর মামলা ঠুকেছে সুইডেন। তাই গত চার বছর ধরে লন্ডনে একুয়েডোরের দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন অ্যাসাঞ্জ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্যানেল অ্যাসাঞ্জকে মুক্তি এবং সেই সঙ্গে তাকে ক্ষতিপূরণও দিতে বলেছে। জাতিসংঘের আইনজ্ঞদের ওই প্যানেলটির রায়ে তিনি খুশিও হয়েছেন। বিবিসি।

সর্বশেষ খবর