বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সুশীল কৈরালার জীবনাবসান

সুশীল কৈরালার জীবনাবসান

নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা (৭৭) মারা গেছেন। গতকাল কাঠমান্ডুর নিজ বাসভবনে তার মৃত্যু হয় বলে নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রকাশ মানসিংহ জানান। দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের সভাপতি ছিলেন কৈরালা। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এ জন্য যুক্তরাষ্ট্রে তার সফল অস্ত্রোপচারও হয়। কিন্তু এর পর থেকে তাকে শ্বাসতন্ত্রের বিভিন্ন জটিলতায় ভুগতে হচ্ছিল। দীর্ঘ রাজনৈতিক সংকটের একপর্যায়ে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি গৃহযুদ্ধে বিধ্বস্ত নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সুশীল কৈরালা। সুশীল কৈরালার মৃত্যুতে বর্তমান প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ শর্মা অলি শোক প্রকাশ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে শোক প্রকাশ করে লিখেছেন, নেপালি কংগ্রেস একজন অনেক বড় নেতা হারালো, আর ভারত হারালো একজন বন্ধুকে। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর