শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আয়লানের মৃত্যুর ঘটনায় দুজনের বিচার শুরু

আয়লানের মৃত্যুর ঘটনায় দুজনের বিচার শুরু

অভিবাসন-প্রত্যাশী পরিবারের সঙ্গে সাগর পাড়ি দিতে গিয়ে গত বছর ডুবে মারা যায় সিরীয় শিশু আয়লান কুর্দি। সৈকতে পড়ে থাকা তার নিথর দেহের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্বব্যাপী গণমানুষের হূদয় নাড়া দেয়। সৃষ্টি হয় তুমুল আলোড়ন। যে ছবি বিশ্বমানবতাকে বড় একটা ধাক্কা দিয়েছিল। আয়লানের এমন মৃত্যুর ঘটনায় দুই পাচারকারীকে বিচারের মুখোমুখি করা হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্ট অনলাইনের খবরে বলা হয়, আয়লান কুর্দির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই পাচারকারীর বিচার গতকাল তুরস্কে শুরু হয়েছে। পাচারের অভিযোগ ওঠা দুই ব্যক্তিই সিরিয়ার নাগরিক। দোষী প্রমাণিত হলে মানব পাচার ও হত্যার দায়ে তাদের সর্বোচ্চ ৩৫ বছরের কারাদণ্ড হতে পারে। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন মুয়াফাকা আলাবাস ও আসেম আলফ্রাহাদ। আয়লানসহ পাঁচজনের ‘অবহেলার কারণে’ মৃত্যুর ঘটনায় তাদের দুজনের বিচার হবে। মা-বাবার সঙ্গে গ্রিসে পাড়ি জমাতে গিয়ে সাগরে ডুবে মারা যায় তিন বছরের শিশু আয়লান। ওই নৌডুবির ঘটনায় বাবা আবদুল্লাহ ছাড়া পরিবারের বাকি তিনজন মারা যান।

সর্বশেষ খবর