রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
অ ন্য খ ব র

ক্ষতিকর পাখি ময়ূর!

ভারতের গোয়া রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ‘ময়ূর ক্ষতিকর পাখি’। কারণ এ পাখি ফসলের ক্ষতি করছে। রাজ্যের কৃষিমন্ত্রী রমেশ তাওয়াদকর জানান, প্রস্তাবটি পাস হলে ‘ফসলের জন্য ক্ষতিকর ময়ূর’ নিধনের কর্মসূচি শুরু হতে পারে। ভারতে ময়ূর নিধন নিষিদ্ধ। এ বিষয়ে ‘অবহিত’ আছেন জানিয়ে তাওয়াদকর ময়ূরকে ‘উপদ্রব সৃষ্টিকারী পাখি’র তালিকাভুক্ত করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান।  তবে এ সিদ্ধান্তের তীব্র ক্ষোভ জানিয়েছে পরিবেশবিদরা।

এর আগে গেল মাসে গোয়া সরকার নারিকেল গাছকে ‘গাছ’ এর তালিকা থেকে বাদ দিয়ে ‘উদ্ভিদ’ হিসেবে তালিকাভুক্ত করে আইন প্রণয়ন করে। এর ফলে রাজ্যটিতে ব্যাপক হারে নারিকেল গাছ কাটা শুরু হবে বলে পরিবেশবিদরা আশঙ্কা করছেন। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর