শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
অ ন্য খ ব র

আর জোকস নয়

বর্ণবাদ, ধর্মবিদ্বেষ থাকার পরও সর্দারজির জোক বা কৌতুক বহুকাল ধরে সারা ভারতের মানুষের মধ্যে হাসির খোরাক জুগিয়ে আসছিল; তবে এখন তাতে বাদ সেধেছেন আদালত। লোকায়ত এই কৌতুকগুলোর মধ্যে যেগুলো বর্ণবাদী ও বিদ্বেষমূলক, তা প্রচার বন্ধ করতে ভারতের সুপ্রিম কোর্ট একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। সর্দারজির কৌতুক ছাপানো এমনকি ইন্টারনেটেও প্রকাশ বন্ধে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের এই বক্তব্য আসে। শিখদের গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটিই সর্দারজির কৌতুকে আপত্তি জানিয়ে তা বন্ধে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছিল। টাইমস অব ইন্ডিয়া

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর