রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আইএসের হাতে বন্দী সুইডিশ কিশোরীর আর্তনাদ

মেরিলিন নেভালেইনেন যখন সুইডেন ছাড়েন তখন তার বয়স মাত্র ১৫ এবং তিনি ছিলেন গর্ভবতী। আইএসে যোগ দেওয়ার উদ্দেশে তিনি সুইডেন ছেড়ে গেলেও তখনো জঙ্গি গোষ্ঠীটি সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। কিন্তু ইরাকের মসুলে আইএসের কাছে বন্দী থাকাকালে দুর্বিষহ জীবন কাটাতে কাটাতে মুক্তির জন্যে বেপরোয়া হয়ে ওঠেন তিনি। মসুলে দুর্বিষহ জীবনের বর্ণনায় মেরিলিন বলেন, ‘আমার ঘরে বিদ্যুত্, পানি কিছুই ছিল না। অথচ সুইডেনে আমি যেখানে ছিলাম সেখানে সব ছিল। এটি ছিল খুবই কঠোর জীবন।’ মায়ের কাছে উদ্ধারের আহ্বান জানাতে থাকেন মেরিলিন। শেষ পর্যন্ত ইরাকের কুর্দি বাহিনী তাকে উদ্ধার করে এবং দেশে ফেরত পাঠায়। শুক্রবার সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভেরুনিকা নর্ডলান্ড জানান, ‘মেরিলিন পরিবারের সঙ্গেই সুইডেন ফিরেছেন। তিনি মূলত সুইডেনের বোরাস শহরের বাসিন্দা। মেরিলিন তার বাবা-মার সঙ্গে বৃহস্পতিবার সুইডেন এসে পৌঁছেন। গত ৮ মাসে তার বাবা-মা বেশ কয়েকবার ইরাক গেছে শুধু তাকে উদ্ধার করতে।’ পুলিশ বলছে, বন্ধু মুক্তার মোহাম্মদ আহমেদের সঙ্গে তিনি সিরিয়া যান। মোহাম্মদ মরক্কোর নাগরিক। তিনি ২০১৩ সালের আগস্টে ১৭ বছর বয়সে একাই সুইডেন আসেন। এএফপি।

সর্বশেষ খবর