মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

প্রভাবশালী কমিটির আসনেও জয় রুহানি মিত্রদের

ইরানে পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি প্রভাবশালী কমিটি ‘বিশেষজ্ঞ পরিষদ’-এর নির্বাচনও হয়েছে। রবিবারের ওই নির্বাচনে রাজধানী তেহরানের ১৬টি আসনের মধ্যে ১৫টিতে জয় পেয়েছেন দেশটির উদারপন্থি প্রেসিডেন্ট হাসান রুহানির মিত্ররা। গতকাল রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএতে প্রকাশিত নির্বাচনী ফলাফলে এটি প্রকাশ  পেয়েছে। এই আসনগুলোর দুটিতে বিশেষজ্ঞ পরিষদের স্পিকারসহ দুই প্রভাবশালী কট্টরপন্থি পরাজিত হয়েছেন। ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদে রক্ষণশীলরা প্রাধান্য হারাচ্ছে। এই পরিষদ দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে, যা দেশটির সবচেয়ে ক্ষমতাবান পদ। এ ছাড়া নির্বাচিত খামেনির কাজকর্মও পর্যবেক্ষণ করে পরিষদ। ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে জুলাইয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু কর্মসূচি সীমিত করার চুক্তি করেন প্রেসিডেন্ট রুহানি। ওই চুক্তির পর শুক্রবার প্রথম পার্লামেন্ট ও পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলো। এ নির্বাচনে সংস্কারপন্থিরা জয় পেলে পরমাণু চুক্তি ও অন্য এজেন্ডাগুলো বাস্তবায়নে রুহানির পথ সুগম হবে। এএফপি।

সর্বশেষ খবর