বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

মহাসচিব হতে আগ্রহীদের সাক্ষাৎকার ১২ এপ্রিল

মহাসচিব হতে আগ্রহীদের সাক্ষাৎকার ১২ এপ্রিল

জাতিসংঘ মহাসচিব হতে আগ্রহীদের সাক্ষাৎকার নেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। সাধারণ অধিবেশনের সভাপতি মগেন্স লিকেটফ গত পরশু এ ঘোষণা দেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে তিনি সংলাপ শুরু করবেন এপ্রিলের ১২ তারিখে এবং তা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। তবে এটি হবে অনানুষ্ঠানিক সংলাপ। প্রত্যেককে দুই ঘণ্টা সময় দেওয়া হবে। সে সময় তারা তাদের পরিকল্পনা উপস্থাপন করতে পারবেন। তিনি বলেন, ‘আমি মনে করছি মহাসচিব নিয়োগের এই প্রক্রিয়া অবশ্যই যুগোপযোগী হবে এবং স্বচ্ছ বলেও বিবেচিত হবে।’ লিকেটফ বলেন, ‘২৫ ফেব্রুয়ারি সব সদস্য রাষ্ট্রের কাছে আমি চিঠি পাঠিয়েছি তাদের কোনো প্রার্থী থাকলে তা লিখে জানানোর জন্য। শুধু তাই নয়, সদস্য রাষ্ট্রের সমর্থন আদায়ের জন্য প্রার্থীরা কত অর্থ ব্যয় করতে চান সেটিও জানতে চাওয়া হয়েছে। এখন পর্যন্ত ছয়জনের মনোনয়নের খবর পাওয়া গেছে। তারা হলেন সাবেক যুগোস্লাভ রিপাবলিক অব মেসিডোনিয়ার সারজিন কেরিম, ক্রোয়েশিয়ার ভেসনা পুসিক, মন্টেনেগ্ররর ইগোর লুসিক, স্লোভেনিয়ার ডেনিলো টার্ক, বুলগেরিয়ার আইরিনা বকোভা এবং মালডোভার নাটালিয়া ঘেরম্যান। নিরাপত্তা পরিষদের সুপারিশে মহাসচিব নিয়োগ করে সাধারণ পরিষদ। এনআরবি নিউজ।

সর্বশেষ খবর