রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

তুরস্কে পত্রিকার নিয়ন্ত্রণ নিল সরকার

তুরস্কের ‘জামান’ পত্রিকার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকার। শুক্রবার মধ্যরাতে তুরস্কের ইস্তাম্বুল শহরে পত্রিকাটির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। পত্রিকাটি সরকারি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকবে আদালতের এমন নির্দেশের পর জামানের প্রধান কার্যালয়ের সামনে শত শত মানুষ বিক্ষোভ করে। পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এর পর কার্যালয়ের ভেতরে অভিযান চালায়। ‘জামান’ নামের ওই পত্রিকার বিরুদ্ধে অভিযোগ, তারা দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। অভিযোগ রয়েছে, পত্রিকাটির সঙ্গে এরদোগানের চির প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রচারক ফেতুল্লাহ গুলেনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আদালতের নির্দেশ ও পুলিশি অভিযানের অর্থ হলো, পত্রিকাটি চালাতে আদালত নতুন ব্যবস্থাপক নিয়োগ করবে। বিবিসি।

সর্বশেষ খবর