শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

তুরস্কের দাবিই চুক্তির পথে অন্তরায়

অভিবাসী সংকট

গ্রিসের দ্বীপগুলো দিয়ে ইউরোপে অভিবাসীদের যে স্রোত ঢুকছে তার দ্বার মূলত তুরস্ক। তুরস্কের উপকূল দিয়েই লাখো অভিবাসী ঢুকছে ইউরোপে। আর অভিবাসীদের স্রোত কীভাবে থামান যায়, তা নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় নেতারা গতকাল ব্রাসেলসে এক শীর্ষ বৈঠকে বসেন। তবে আলোচনার আগে তুরস্ক ও ইউরোপীয় নেতাদের মধ্যে নানা শর্ত নিয়েই আলোচনা হয়েছে। অভিবাসী এবং শরণার্থীদের স্রোত থামানোর জন্য তুরস্ক সাহায্য করতে রাজি, কিন্তু বিনিময়ে তারা শেংগেন চুক্তির অধীন ইউরোপীয় দেশগুলোতে তুর্কি নাগরিকদের ভিসা ছাড়া ঢুকতে দেওয়ার দাবি জানাচ্ছে।  বিবিসি।

সর্বশেষ খবর