বুধবার, ৩০ মার্চ, ২০১৬ ০০:০০ টা

অ্যাপলকে ছাড়াই আইফোনে ঢুকেছে এফবিআই

অ্যাপলকে ছাড়াই আইফোনে ঢুকেছে এফবিআই

তাশফিন, ফারুক

অ্যাপলের সহযোগিতা ছাড়াই সান বার্নাদিনোর বন্দুকধারীর আইফোনের তথ্য হাতে পেয়ে গেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই। এর মধ্যদিয়ে বিষয়টি নিয়ে দুই পক্ষের আইনি লড়াইয়ের ইতি ঘটার কথা জানিয়েছে ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট। গত ডিসেম্বরে সান বার্নাদিনোর এক প্রতিবন্ধী সেবাকেন্দ্রে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যা করেন সৈয়দ রিজওয়ান ফারুক ও তার স্ত্রী তাশফিন মালিক। পরে পুলিশের গুলিতে তারা নিহত হন। ওই হামলার দিন তাশফিন সোস্যাল মিডিয়ায় কথিত আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। রিজওয়ানের আইফোনের তথ্য যাতে এফবিআই হাতে পায় সেজন্য নতুন সফটওয়্যার চালু করতে গত মাসে একটি আদেশ দিয়েছিল আদালত। ওই আদেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ছিল মার্কিন ‘টেক জায়ান্ট’ অ্যাপল। তবে এফবিআই নিজেরাই আইফোনে ‘অ্যাকসেস’ করতে পেরেছে জানিয়ে  সোমবার জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তারা আদালতের ওই আদেশ প্রত্যাহারের অনুরোধ করেন। গত সপ্তাহে প্রসিকিউটররা জানান, ‘বাইরের একটি দল’ অ্যাপলের সাহায্য ছাড়াই আইফোন ‘আনলক’ করার একটি পদ্ধতি বের করেছে। তখন জাস্টিস ডিপার্টমেন্টের অনুরোধে বিষয়টি নিয়ে আদালতে শুনানি স্থগিত হয়েছিল। বিবিসি।

সর্বশেষ খবর