শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

‘কাতারে নিপীড়নের শিকার বিশ্বকাপের শ্রমিকরা’

কাতারে বিশ্বকাপের কাজে নিয়োজিত বিদেশি শ্রমিকরা নিপীড়নের শিকার হচ্ছেন বলে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে। সংস্থাটি বলছে, কাতারে ফুটবল বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে নিয়োজিত শ্রমিকরা জোর করে আটকে রাখাসহ নানা নিপীড়নের শিকার হচ্ছে। নিপীড়নের শিকার শ্রমিকদের মধ্যে রয়েছে বাংলাদেশি শ্রমিকরাও। ভারত ও নেপালের শ্রমিকরা রয়েছে শোষিতদের মধ্যে। ২০২২ সালে কাতারের যে স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপ খেলা হওয়ার কথা রয়েছে, সেই খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম নির্মাণে এসব শ্রমিক কাজ করেন। অ্যামনেস্টি বলছে, যেসব শ্রমিক কাজ করছেন, তাদের খুবই সংকীর্ণ জায়গায় থাকতে বাধ্য করা হচ্ছে। পাসপোর্ট ও মজুরি আটকে রাখা হচ্ছে। কিন্তু এই কাজ পেতে রিক্রুটিং এজেন্সিকে অনেক টাকা দিতে হয়েছে শ্রমিকদের। এই শ্রমিকদের পাসপোর্ট আটকে রেখে দেশ ত্যাগ করতে দেওয়া হয় না। এমনকি অভিযোগ তুললে পুলিশের কাছে হস্তান্তর করে দেওয়া হয়। বিবিসি

সর্বশেষ খবর