মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

চুরি করেনি কোহিনূর, ব্রিটেন উপহার পেয়েছিল

চুরি করেনি কোহিনূর, ব্রিটেন উপহার পেয়েছিল

জগদ্বিখ্যাত হীরা কোহিনূর নিয়ে ভারতীয়দের ধারণা ব্রিটিশ সরকার হীরাটি চুরি করেছিল। এ বদ্ধমূল ধারণায় ছেদ টানল ভারত সরকার। সরকারের পক্ষ থেকে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টকে তারা জানিয়েছে, চুরি নয়, মহারাজা রঞ্জিত সিংহ ব্রিটিশদের উপহার দিয়েছিলেন কোহিনূর হীরা। একটি জনস্বার্থ মামলা করা হয় কোহিনুর হীরা ভারতে ফিরিয়ে আনার জন্য। সুপ্রিমকোর্ট সে মামলার ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চেয়ে পাঠায়। গতকাল এ মামলার শুনানি ছিল। সেখানে কেন্দ্র জানায়, ব্রিটিশরা কোহিনূর চুরি করেনি, শিখ মহারাজা রঞ্জিত সিংহ এ মূল্যবান হীরা তাদের উপহার দেন। ভারতের সলিসিটর জেনারেল রণজিত্কুমার সুপ্রিমকোর্টে বলেছেন, ১০৫ ক্যারেটের এ হীরা ‘কোহিনূর’ যার অর্থ ‘আলোর পর্বত’ ১৮৪৯ সালে ‘স্বেচ্ছায় ব্রিটেনের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন’ পাঞ্জাবের শাসক রঞ্জিত সিংহ। এরপর তা ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার মুকুটে বসানো হয়, এবং এখন তা টাওয়ার অব লন্ডনে প্রদর্শনীর জন্য রাখা আছে। বিশেষ বিশেষ অনুষ্ঠানে রানী এলিজাবেথ এ মুকুট মাথায় পরেন। অনেকের মতে ত্রয়োদশ শতাব্দীতে ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুরের একটি খনিতে এ হীরা প্রথম পাওয়া যায়, তারপর এটি দিল্লির খলজি ও মোগল শাসকদের হাতে চলে যায়। মোগল সম্রাট শাহজাহান এ হীরাকে তার ময়ূর সিংহাসনে স্থাপন করেন। পরে পারস্যের শাসক নাদির শাহ দিল্লি আক্রমণ করে এ ময়ূর সিংহাসন ও কোহিনুর পারস্যে নিয়ে যান। পারস্য সাম্রাজ্যের পতনের পর এ হীরা আফগানিস্তানের শাসকদের হাতে চলে যায়। তাদের কাছ থেকে এটি অধিকার করেন পাঞ্জাবের রাজা রঞ্জিত সিংহ, যার পুত্র দুলীপ সিং এটি ব্রিটেনের হাতে তুলে দেন। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর