শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
পানামা পেপারস কেলেঙ্কারি

অমিতাভ বচ্চনের বিরুদ্ধে নতুন প্রমাণ

অফশোর কোম্পানির সঙ্গে অমিতাভ বচ্চনের যোগাযোগের নতুন প্রমাণ সামনে আসার পর মি. বচ্চন বলছেন, তিনি তদন্তে সবরকম সহযোগিতা করছেন। ‘পানামা পেপারস’ নামে পরিচিত ফাঁস হওয়া নতুন নথিপত্রে কয়েকটি অফশোর কোম্পানির সঙ্গে ভারতের সুপারস্টার অমিতাভ বচ্চনের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। আর নতুন করে অভিযোগ ওঠার পর অমিতাভ জানিয়েছেন, তিনি এই তদন্তে সব রকম সহযোগিতা করবেন। যদিও অমিতাভ বচ্চন দিনকয়েক আগে দাবি করেছিলেন, চারটি অফশোর কোম্পানির সঙ্গে তার নাম জড়ানো হয়েছে সেগুলো নিয়ে তিনি কিছুই জানেন না। কিন্তু ভারতে পানামা পেপারস তদন্তে কাজ করছে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা। সেই পত্রিকায় প্রকাশ করা নতুন নথিতে দাবি করা হয়েছে, অমিতাভ বচ্চন পানামা-ভিত্তিক দুটি কোম্পানি ট্র্যাম্প শিপিং লিমিটেড ও সি বাল্ক শিপিং কোম্পানির ডিরেক্টরদের বোর্ড মিটিংয়ে অংশ নিয়েছিলেন। এই নথিতে দেখা গেছে, ১৯৯৪-এর ডিসেম্বরে টেলিফোন কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি ওই বোর্ড মিটিংয়ে যোগ দেন। দুটি কোম্পানির ডিরেক্টরদের তালিকা এবং ‘সার্টিফিকেট অব ইনকামবেন্সি’তে পদাধিকারীদের মধ্যেও তার নাম ছিল।  বিবিসি

সর্বশেষ খবর