বুধবার, ৪ মে, ২০১৬ ০০:০০ টা

মেক্সিকোতে দূষণ রোধে ৪০ শতাংশ গাড়ি নিষিদ্ধ হচ্ছে

মেক্সিকো সিটি কর্মকর্তারা বায়ু দূষণ রোধে নতুন করে সতর্কতা জারি করেছেন। এই সতর্কতার মধ্যে থাকছে শহরটি থেকে কমপক্ষে ৪০ শতাংশ যান চলাচল নিষিদ্ধ করা হবে। পাশাপাশি শিল্প-প্রতিষ্ঠানগুলোকে কার্বন নিঃসরণ হ্রাস করতে হবে। সোমবার এ ঘোষণা দেওয়া হয়। গত মার্চে ধোঁয়াশায় নগরীর দুই কোটিরও বেশি মানুষের চরম ভোগান্তি হয়। ফলে কর্তৃপক্ষ দ্রুতই এক দশকের মধ্যে প্রথমবারের মতো সতর্কতা ও জুনে নতুন যান চলাচলে বিধিনিষেধ আরোপ করে। নতুন আইনের উদ্দেশ্য প্রতি পাঁচ গাড়ির একটিকে রাস্তায় চলাচল করতে না দেওয়া। তবে সোমবার নতুন যে সতর্কতা জারি করা হয়েছে তাতে গতকাল থেকে এ সংখ্যা দ্বিগুণ করা হবে। স্বাভাবিক সময়ে প্রায় ৫৫ লাখ গাড়ি চলাচল করে।

সর্বশেষ খবর