শুক্রবার, ৬ মে, ২০১৬ ০০:০০ টা

পদত্যাগের ঘোষণা তুর্কি প্রধানমন্ত্রীর

পদত্যাগের ঘোষণা তুর্কি প্রধানমন্ত্রীর

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগ্লু পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে তার পদত্যাগের এ ঘোষণা এলো। গতকাল তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নির্বাহী কমিটির এক সভা শেষে এক সংবাদ সম্মেলনে দাভুতোগ্লু বলেন, দলের আসন্ন জরুরি সভায় তিনি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হিসেবে নতুন মেয়াদের জন্য লড়বেন না। ‘আমার এই সিদ্ধান্ত দলের নেতা এবং প্রধানমন্ত্রীর পদে পরিবর্তনে আরও ভালো উদ্দেশ্য হাসিল হবে। এটা অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে এবং দলের অখণ্ডতা রক্ষা করেই হতে হবে,’ ৯০ মিনিটের বৈঠক শেষে বলেন দাভুতোগ্লু। আগামী ২২ মে একে পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার রাতে এরদোগানের সঙ্গে বৈঠক করেন দাভুতোগ্লু। তখন এরদোগান তাকে সরে যেতে বলেন বলে জানা গেছে। এএফপি।

সর্বশেষ খবর