শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

পদদলিত হয়ে মৃত ৭

ভারতের মধ্যপ্রদেশে পদদলিত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৯০ জন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে রাজ্যটির উজ্জয়িনী কুম্ভমেলায়। মেলা চলাকালীন বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে সিংহস্ত কুম্ভমেলায় আগত পুণ্যার্থীদের অস্থায়ী শিবিরগুলো লণ্ডভণ্ড হয়ে যায়। আতঙ্কে সবাই নিজেদের প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করতে গিয়ে প্রাণহানি ঘটে তাদের। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করানো হয়েছে। কলকাতা প্রতিনিধি

 

ধূমপানে সাত বছরের জেল

ভারতে প্রকাশ্যে ধূমপান করলেই জেল হবে সাত বছর। এ নিয়ে চলছে নানা সমালোচনা। আশপাশে শিশু রয়েছে এমন অবস্থায় সিগারেটে সুখটান দিচ্ছেন ধরা পড়লেই সাত বছরের জেল হবে। এমনকি সিগারেট কেনার সময়ও কোনো শিশুকে নিয়ে সিগারেট কিনছেন এমন পরিস্থিতিতে ধরা পড়লেই শাস্তি হবে সাত বছর জেল। ভারতের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মানেকা গান্ধী এ সাবধানী বার্তা পৌঁছে দিতে চান সবার কাছে।

 

যৌন নিপীড়নের ঘটনায়...

জার্মানির কোলন শহরে নববর্ষ উদযাপনের উৎসবে নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনায় প্রথম বিচারকাজ শুরু হয়েছে। গতকাল ২৬ বছর বয়সী এক আলজেরীয় নাগরিককে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে যৌন নিপীড়ন প্র্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে। নববর্ষ উদযাপনের রাতে সে সহ ১০ জনের একটি দল এক নারীর ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। যদিও ওই আলজেরীয় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। এএফপি।

সর্বশেষ খবর