শুক্রবার, ১৩ মে, ২০১৬ ০০:০০ টা

চরম মানবিক বিপর্যয়ে ইরাকের কোটি মানুষ

যুদ্ধবিধ্বস্ত ইরাকে অনেক দিন থেকেই মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে সাধারণ মানুষ। সাম্প্রতিক সময়ে ইরাকের একটা বড় অংশে ঘাঁটি গেড়ে থাকা ইসলামিক স্টেটের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ, পালিয়েছে লাখো মানুষ। দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত ফাল্লুজা ও রামাদি শহরের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানকার এক কোটি মানুষের জরুরি ত্রাণ প্রয়োজন। ইরাকের আনবার প্রদেশের নিরাপত্তা কমিটির এক সদস্য রাজে বারাকাত আল-ঈসা আল-জাজিরাকে জানিয়েছে, ‘অবস্থা প্রতিমুহূর্তে আরও খারাপের দিকে যাচ্ছে। খাদ্য সংকট বাড়তে বাড়তে দুর্ভিক্ষের অবস্থা দাঁড়িয়েছে। আইএস জঙ্গিরা ফাল্লুজা শহরে কোনো প্রকার খাবার ঢুকতে দিচ্ছে না।’ ইরাকের ফাল্লুজা শহরই সর্বপ্রথম আইএসের দখলে চলে যায় প্রায় দুই বছর আগে। তখন থেকেই ইরাকি বাহিনী এই শহরের চারপাশে অবরোধ দিয়ে রেখেছে। আল জাজিরা

সর্বশেষ খবর