শিরোনাম
শুক্রবার, ১৩ মে, ২০১৬ ০০:০০ টা

শহরের ৮০ শতাংশ মানুষ বায়ুদূষণের শিকার

বিশ্বের ৮০ শতাংশ নগরবাসী দূষিত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। এতে ফুসফুস ক্যান্সারসহ প্রাণ সংহারী অন্যান্য রোগের ঝুঁকি বাড়ছে। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নতুন এক প্রতিবেদনে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, দরিদ্র দেশের নগর বাসিন্দারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর ৯৮ শতাংশ শহরই জাতিসংঘের দেওয়া বায়ু মান রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। উন্নত দেশে এ হার ৫৬ শতাংশ।

হু’র জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগের প্রধান মারিয়া নেইরা এক বিবৃতিতে বলেন, দূষিত নগর রাষ্ট্রের হার উদ্বেগজনকভাবেই বাড়ছে। জাতিসংঘের বায়ু দূষণের সর্বশেষ উপাত্ত থেকে দেখা গেছে সার্বিকভাবেই বিশ্বের নগরীগুলোর বায়ুর মান কমে গেছে। এতে স্ট্রোক ও অ্যাজমা রোগের মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ার কথা বলা হয়েছে। রিপোর্টে ঘরের ভেতরের চেয়ে বাইরের বায়ুর ওপর আলোকপাত করা হয়েছে। ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে ৬৭টি দেশের ৭৯৫টি শহর থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। জাতিসংঘ বলছে, ঘরের বাইরের দূষিত বায়ুর কারণে বছরে ৩০ লাখ লোকের অকাল মৃত্যু ঘটছে। এএফপি।

সর্বশেষ খবর