শুক্রবার, ২০ মে, ২০১৬ ০০:০০ টা

মিসরের বিমান সাগরে বিধ্বস্ত

জানালেন ফরাসি প্রেসিডেন্ট

মিসরের বিমান সাগরে বিধ্বস্ত

প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে গতকাল ৬৬ জন যাত্রী ও ক্রুসহ ইজিপ্টএয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ জানিয়েছেন, বিমানটি ভূমধ্যসাগরেই বিধ্বস্ত হয়েছে। খবরে উল্লেখ করা হয়, গ্রিক আকাশসীমা পেরোনোর পরপরই কায়রোর স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে এয়ারবাস এ৩২০ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এর আরোহীদের মধ্যে ৩০ জন মিসরীয়, ১৫ জন ফরাসি, একজন ব্রিটিশ, দুজন ইরাকি ছাড়াও কানাডা, কুয়েত,  বেলজিয়াম, সৌদি আরব, আলজেরিয়া, সুদান, শাদ ও পর্তুগালের নাগরিক রয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ওঁলাদ সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমরা যে তথ্য পেয়েছি তাতে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং নিখোঁজ রয়েছে।’  কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে- সে সম্পর্কে তিনি বলেন, ‘কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কি ঘটেছে সে সম্পর্কে সত্যিকারের কিছু জানতে পারার পরই আমরা এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলতে পারব।’ এদিকে গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী পানোস কাম্মেনোস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিমানটি মিসরের আকাশসীমায় প্রবেশের পরপরই ৯০ ডিগ্রি বামে এবং ৩৬০ ডিগ্রি ডানে ঘুরে গিয়ে নিমজ্জিত হয়েছে। গ্রিক কারপাথোস দ্বীপের দক্ষিণের সমুদ্রে বিমানটির খোঁজে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। গ্রিক ও মিসরের সশস্ত্র বাহিনী একযোগে অভিযানে অংশ নিচ্ছে। ফ্রান্সও এ অভিযানে নৌকা এবং বিমান পাঠিয়ে সহায়তা করার ঘোষণা দিয়েছে। গ্রিস একটি সি-১৩০ সামরিক বিমান এবং একটি আগাম সতর্কীকরণ বিমানও পাঠিয়েছে। একইসঙ্গে পাঠানো হয়েছে আরেকটি সি-১৩০ বিমান ও হেলিকপ্টার। মিসরের প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল নিখোঁজ বিমানের যাত্রীদের স্বজনদের সঙ্গে কায়রো বিমানবন্দরে রয়েছেন। প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে নিখোঁজ বিমানের স্বজনদের জন্য খোলা হয়েছে ক্রাইসিস সেন্টার। ইজিপ্টএয়ারের ভাইস চেয়ারম্যান আহমেদ আদেল বলেছেন, ‘মিসরের বিমান বাহিনী থেকে অনুসন্ধানী এবং উদ্ধারকারী বিমান পাঠানো হয়েছে। যে জায়গায় বিমানের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ঠিক সেই জায়গাতেই অনুসন্ধান চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত কিছু খুঁজে পাওয়া যায়নি।’ বিবিসি।

সর্বশেষ খবর