বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা

ফালুজায় মানবিক বিপর্যয়

ফালুজাতে ইরাকি সেনাবাহিনীর চূড়ান্ত অভিযানের কড়া জবাব দিচ্ছে আইএস। উভয় পক্ষের লড়াইয়ে সেখানকার অধিবাসীরা আটকা পড়ে ‘মানবিক বিপর্যয়’ ঘনিয়ে আসছে বলে সতর্ক করেছেন এক ত্রাণ কর্মকর্তা। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মহাসচিব জেন জিল্যান্ড বলেন, ফালুজায় মানব জাতির জন্য ভয়ঙ্কর এক বিপর্যয় থাবা বিস্তার করছে। সেখানকার বেসামরিক নাগরিকরা দুই পক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে গেছে এবং তাদের বের হওয়ার নিরাপদ কোনো পথ নেই। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত নয় দিনে মাত্র একটি পরিবার শহরটি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে আমরা শুনেছি।’ এতে তিনি আরও বলেন, খুব বেশি দেরি হওয়ার আগেই বিবদমান পক্ষগুলোকে এখনই বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার নিশ্চয়তা দিতে হবে। না হলে আরও অনেক প্রাণ যাবে। ফালুজা পুনরুদ্ধারে ইরাক সরকার সর্বাত্মক সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ পর শহরটি পুনর্দখলে সোমবার চূড়ান্ত আক্রমণ শুরু করে ইরাকি বাহিনী। ইরাকের ‘এলিট র‌্যাপিড রেসপন্স টিম’ আল-শুহাদা জেলার ৫০০ মিটার দূরে থাকতে অভিযান বন্ধ করে দেয় বলে রয়টার্সকে জানান একজন সেনা কমান্ডার ও একজন পুলিশ। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর