Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১ জুন, ২০১৬ ২৩:২৭
ফালুজায় ২০ হাজার শিশু অবরুদ্ধ
ফালুজায় ২০ হাজার শিশু অবরুদ্ধ

ইরাকের সামরিক বাহিনীর অবরোধের মুখে ফালুজায় কমপক্ষে ২০ হাজার শিশু আটকা পড়েছে এবং সেখানে যোদ্ধা হিসেবে শিশুদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। গতকাল জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এ কথা জানায়। গত ২২ ও ২৩ মে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে ইরাকি বাহিনী ব্যাপক অভিযান চালানোর পর ফালুজা থেকে পালিয়ে যেতে সক্ষম হওয়া বাসিন্দারা খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির মারাত্মক সংকটের মুখে পড়েছে। আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে যাওয়া কয়েকশ পরিবার নগরীর উপকণ্ঠে আশ্রয় নিয়েছে। নগরীর ভিতরে থাকা বাসিন্দাদের অবস্থা আরও নাজুক বলে জানা গেছে। হকিন্স বলেন, শিশুদের যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। এ  প্রেক্ষাপটে ফালুজার বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে চলে যাওয়ার সুযোগ করে দিতে ইউনিসেফ নিরাপদ করিডর খুলতে আবারও আহ্বান জানিয়েছে। এদিকে মানবঢাল হিসেবে  বেসামরিক নাগরিকদের ব্যবহার করায় জাতিসংঘ আইএসকে অভিযুক্ত করেছে। এএফপি।

এই পাতার আরো খবর
up-arrow