বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা

হিলারি হবেন মার্কিন প্রেসিডেন্ট

————————— ক্যালিফোর্নিয়ার গভর্নর

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট হবেন হিলারি ক্লিনটন। তিনিই জানুয়ারিতে শপথ নিয়ে প্রবেশ করবেন হোয়াইট হাউসে। বার্নি স্যান্ডার্স নন, হিলারিই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবেন। ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়ে এ মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন। আগামী ৭ জুন এ রাজ্যে ডেমোক্রেট দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইমারি নির্বাচন। এখানে রয়েছে মোট ৫৪৬টি ডেলিগেট। ফলে একটি রাজ্যেই হিলারি যদি বিজয়ী হতে পারেন তাহলে তার মনোনয়ন শতভাগ নিশ্চিত। এ ছাড়া ওইদিন আরও তিনটি রাজ্যে প্রাইমারি নির্বাচন। এগুলো হলো নিউজার্সি, মন্টানা, নিউমেক্সিকো। হিলারির সংগ্রহে এখন ২৩১২টি ডেলিগেট। দলীয় মনোনয়নের জন্য তার আর প্রয়োজন মাত্র ৭১টি ডেলিগেট। এ অবস্থায় তাকে সমর্থন দিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে ঠেকাতে একমাত্র পথ হলো হিলারি ক্লিনটনকে ভোট দেওয়া। তিনি আরও বলেন, ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স যদি কোনো দুর্বিপাকে মনোনয়ন পেয়ে যান তাহলে তার চূড়ান্ত নির্বাচনে বিজয়ী হওয়ার সুযোগ নেই। তাই ক্যালিফোর্নিয়ার নির্বাচনকে সামনে রেখে তিনি হিলারিকে সমর্থন দিলেন। এতে স্পষ্টতই বার্নি স্যান্ডার্সের লাগামে টান পড়বে। জেরি ব্রাউন তার ওয়েবসাইটে লিখেছেন, হিলারি ক্লিনটনের দীর্ঘ অভিজ্ঞতা আছে। তাই তিনি নির্বাচনী ইস্যুতে ভালো করবেন। বিবিসি।

সর্বশেষ খবর