Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

ঢাকা, শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১ জুন, ২০১৬ ২৩:২৯
থাই মন্দিরে মিলল ৪০টি মৃত বাঘের বাচ্চা

কয়েক দিন ধরেই খবর প্রচার হচ্ছে থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দির থেকে দেড় শতাধিক বাঘকে অভয়ারণ্যে সরিয়ে নেওয়া হচ্ছে। মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা এই বাঘ পাচারের সঙ্গেও জড়িত।

এর মধ্যে গতকাল সেখানে অভিযান চালাতে গিয়ে পাওয়া গেছে ৪০টি মৃত বাঘ শাবককে। বাঘের এই মৃত বাচ্চাগুলো ঢোকানো ছিল মন্দিরটির রন্ধনশালার ফ্রিজারের মধ্যে। পশ্চিম ব্যাংককের কাঞ্চনাবুড়ি প্রদেশের বৌদ্ধ মন্দির টাইগার টেম্পল দীর্ঘদিন ধরেই বিতর্কে। শতাধিক পোষা বাঘ রয়েছে ওই মন্দিরে। উপাসনাস্থল হিসেবে যত না বিখ্যাত, তার চেয়েও বেশি টাইগার টেম্পলের খ্যাতি পর্যটন কেন্দ্র হিসেবে। বিবিসি।

এই পাতার আরো খবর
up-arrow