শিরোনাম
বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

পালাচ্ছেন হাজারো মানুষ

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিব থেকে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। গত কয়েক মাসে এখানে ব্যাপক গোলাবর্ষণের পর নিরাপদ আশ্রয়ের খোঁজে পরিবার-পরিজন নিয়ে মানুষ ছুটছে অজানা গন্তব্যে। ইদলিবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আলেপ্পোতেও ব্যাপক বিমান হামলা চলছে। আলেপ্পো থেকে প্রায় ৫৯ কিলোমিটার দূরে ইদলিব এখন ভয়াবহ আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। ইদলিবে সাম্প্রতিক সময়ে বিমান হামলার অভিযোগের তীর রাশিয়ার দিকে। সেখানে হাসপাতালের কাছে একটি এলাকায় বিমান হামলায় বহু লোক মারা যায়। আলজাজিরা।

ভ্রমণে সতর্কতা জারি

গ্রীষ্মে আমেরিকান নাগরিকদের ইউরোপ ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। ইউরোপে মার্কিনিদের ভ্রমণে সতর্কবার্তা জারির ঘটনা বিরল, তবে একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র দফতর। পররাষ্ট্র দফতরের এই সতর্ক বার্তায় কোনো সুনির্দিষ্ট হুমকির উল্লেখ করা হয়নি, তবে যারা গ্রীষ্মকালীন ছুটি কাটাতে ইউরোপে যান, তাদের সবার উদ্দেশ্যেই জারি করা হয়েছে এই সতর্কতা। বলা হয়েছে, ইউরোপে অধিক সংখ্যক আমেরিকানের উপস্থিতির অর্থই হচ্ছে সন্ত্রাসীদের সম্ভাব্য আক্রমণ পরিকল্পনার জন্য তারা বড় লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর