Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩ জুন, ২০১৬ ০০:০৪
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রধান শহর লসঅ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে (ইউসিএলএ) এক বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারীরও মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসে ঢোকার সব প্রবেশপথ বন্ধ করে সেখানে অবস্থান  নেয় নিরাপত্তাবাহিনী। এ ঘটনায় অন্য কেউ জড়িত নয় এমনটি নিশ্চিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে তদন্তকারীরা অবরোধ তুলে নেয় বলে জানিয়েছে বিবিসি। লস অ্যাঞ্জেলসের পুলিশ প্রধান চার্লি বেক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, একটি হত্যাকাণ্ড ও একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি এ দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে মনে হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত নেই এবং ইউসিএলএ ক্যাম্পাসের জন্য  কোনো হুমকিও নেই। এখানে একটি সুইসাইড নোট থাকার প্রমাণ পাওয়া  গেছে। তবে আমরা এখনো নিশ্চিত নই, বলেন বেক।

এই পাতার আরো খবর
up-arrow