Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩ জুন, ২০১৬ ২৩:২৮
খাদ্য চেয়ে ভেনেজুয়েলায় বিক্ষোভ

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট ভবনের কাছে ‘আমরা খাদ্য চাই!’ স্লোগানে বিক্ষোভরতদের ওপর কাঁদুনে গ্যাস ছুড়েছে নিরাপত্তা বাহিনী। ওপেকভুক্ত এই দেশটি সম্প্রতি চরম অর্থনৈতিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভেনেজুয়েলার শত শত মানুষ কারাকাসের শহরতলিতে অবস্থিত মিরাফ্লোরেস প্যালেসের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাদের মিছিল দেশটির জাতীয় রক্ষীবাহিনী ও পুলিশ আটকে দেয়। দক্ষিণ আমেরিকার ৩ কোটি মানুষের দেশ ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো চরম অর্থনৈতিক সংকটের কারণে ক্রমে চাপের মুখে পড়ছেন। প্রান্তিক গোষ্ঠীর মানুষদের জন্য আয়োজিত একটি সমাবেশে বৃহস্পতিবার ভাষণ দেন মাদুরো। ওই সময়েই শত শত বিক্ষুব্ধ মানুষও সেখানে যেতে চাইলে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকায় দোকানের সামনে দীর্ঘলাইনে দাঁড়িয়ে থাকা মানুষেরা খাবার সংগ্রহ করতে না পেরে মিছিল করে। এএফপি।

up-arrow